মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৭৬
আন্তর্জাতিক নং: ৫৬৩
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদঃ দুগ্ধপোষ্য পুত্র ও কন্যা শিশুর পেশাব প্রসঙ্গে
(৭৬) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শিশু-পুত্রের পেশাবের ওপর পানি ঢেলে দিতে হবে এবং শিশু-কন্যার পেশাব ধৌত করতে হবে (হাদীসের বর্ণনাকারী তাবেয়ী) কাতাদাহ্ (মৃঃ ১১৫হি) বলেনঃ যদি শিশুরা খাদ্য গ্রহণ না করে তাহলে এই বিধান। আর যদি তারা খাদ্য গ্রহণ করে তাহলে শিশু-পুত্র ও শিশু-কন্যা উভয়ের পেশাব ধুতে হবে।
كتاب الطهارة
فصل منه فيما جاء في بول الغلام والجارية
(76) عن على رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بول الغلام ينضح وبول الجارية يغسل قال قتادة (5) هذا ما لم يطعما فاذا طعما غسل بولهما
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (خز حب جه د) باسناد صحيح والحاكم وقال صحيح ولم يخرجاه (قلت) واقره الذهبى واخلرجه ايضا الترمذى وقال حديث حسن
[ইবন খোযাইমা, ইবন্ হিব্বান, ইবন্ মাজাহ্, আবূ দাউদ, সহীহ্ সনদে বর্ণিত।)
[ইবন খোযাইমা, ইবন্ হিব্বান, ইবন্ মাজাহ্, আবূ দাউদ, সহীহ্ সনদে বর্ণিত।)