মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৪. ইলমের অধ্যায়

হাদীস নং: ৭৫
আন্তর্জাতিক নং: ৪৭৪২
ইলমের অধ্যায়
(১২) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর নামে মিথ্যা বলার ভয়াবহতা
(৭৫) আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তার জন্য জাহান্নামের একটা বাড়ি বানানো হবে।”
كتاب العلم
(12) باب فى تغليظ الكذب على رسول الله صلى الله عليه وآله
وسلم
(75) عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن الذي يكذب علي يبنى له بيت في النار.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৫ | মুসলিম বাংলা