মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৭৪
আন্তর্জাতিক নং: ২৪১৯২ - ১
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদঃ দুগ্ধপোষ্য পুত্র ও কন্যা শিশুর পেশাব প্রসঙ্গে
(৭৪) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে শিশুদের আনা হতো এবং তিনি তাদের জন্য দু'আ করতেন। একবার এক শিশুকে তাঁর নিকট আনয়ন করা হয় তখন সে তাঁর দেহে পেশাব করে দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ পেশাবের ওপরে ভাল করে পানি ঢাল।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনায় আছেঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একটি শিশুকে তাহনীক করানোর (জন্মের পরেই নবজাতকের মুখে খাদ্যের ছোঁয়া লাগানো) জন্য আনয়ন করা হয় । তিনি শিশুকে তাঁর কোলে বসান। তখন সে তাঁর কোলে পেশাব করে দেয়। তিনি পানি চেয়ে নিয়ে পেশাবের স্থানে পানি ঢেলে দেন । (হাদীসের এক বর্ণনাকারী) ওকী' বলেনঃ তিনি পেশাবের স্থানে পানি ঢেলে দেন কিন্তু কাপড়টি পুরোপুরি ধৌত করেন নি।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনায় আছেঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একটি শিশুকে তাহনীক করানোর (জন্মের পরেই নবজাতকের মুখে খাদ্যের ছোঁয়া লাগানো) জন্য আনয়ন করা হয় । তিনি শিশুকে তাঁর কোলে বসান। তখন সে তাঁর কোলে পেশাব করে দেয়। তিনি পানি চেয়ে নিয়ে পেশাবের স্থানে পানি ঢেলে দেন । (হাদীসের এক বর্ণনাকারী) ওকী' বলেনঃ তিনি পেশাবের স্থানে পানি ঢেলে দেন কিন্তু কাপড়টি পুরোপুরি ধৌত করেন নি।
كتاب الطهارة
فصل منه فيما جاء في بول الغلام والجارية
(74) عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم وانه اتى بصبى فبال عليه فقال رسول الله صلى الله عليه وسلم صبوا عليه الماء صبا
(وعنها من طريق اخر) (4) ان النبى صلى الله عليه وسلم اتى بصبى ليحنكه (5) فأجلسه
في حجره (1) فبال عليه فدعا بماء فاتبعه اياه قال وكيع فاتبعه اياه ولم يغسله
(وعنها من طريق اخر) (4) ان النبى صلى الله عليه وسلم اتى بصبى ليحنكه (5) فأجلسه
في حجره (1) فبال عليه فدعا بماء فاتبعه اياه قال وكيع فاتبعه اياه ولم يغسله