মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৪. ইলমের অধ্যায়

হাদীস নং: ৭২
আন্তর্জাতিক নং: ১১৪২৪
(১২) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর নামে মিথ্যা বলার ভয়াবহতা
(৭২) আবূ সাঈদ আল খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার নিকট থেকে হাদীস বর্ণনা করবে, তবে আমার নামে মিথ্যা বলবে না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে সে জাহান্নামকে তার আবাসস্থল হিসাবে গ্রহণ করবে। আর তোমরা বনু ইসরাঈলের নিকট থেকে কথাবার্তা বর্ণনা করতে পার, এতে অসুবিধা নেই।
(12) باب فى تغليظ الكذب على رسول الله صلى الله عليه وآله
وسلم
(72) عن ابى سعيد الخدرى رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال حدثوا عنى ولا تكذبوا على ومن كذب على متعمدا فقد تبوأ مقعده من النار وحدثوا عن بنى اسرائيل ولا حرج
-[تغليظ الكذب على رسول الله صلى الله عليه وسلم]-
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭২ | মুসলিম বাংলা