মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৪. ইলমের অধ্যায়
হাদীস নং: ৬৭
আন্তর্জাতিক নং: ৮৫৯৬
(১২) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর নামে মিথ্যা বলার ভয়াবহতা
(৬৭) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদী ভণ্ড-প্রতারকগণের আবির্ভাব হবে, যারা তোমাদেরকে নব-উদ্ভাবিত এমন সব কথা শোনাবে যা কখনো তোমরা বা তোমাদের পিতা, পিতামহগণ শোনে নি। অতএব, সাবধান! এ সকল মানুষদের থেকে তোমরা আত্মরক্ষা করবে এবং দূরে থাকবে, যেন তারা তোমাদেরকে ফিতনার মধ্যে নিপতিত করতে না পারে ।
(12) باب فى تغليظ الكذب على رسول الله صلى الله عليه وآله
وسلم
وسلم
(67) عن أبى هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال سيكون
-[في تغليظ الكذب على رسول الله صلى الله عليه وسلم]-
فِي أُمَّتِي دَجَّالُونَ كَذَّابُونَ (1) يُحَدِّثُونَكُمْ بِبِدَعٍ مِنْ الْحَدِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لَا يَفْتِنُونَكُمْ
-[في تغليظ الكذب على رسول الله صلى الله عليه وسلم]-
فِي أُمَّتِي دَجَّالُونَ كَذَّابُونَ (1) يُحَدِّثُونَكُمْ بِبِدَعٍ مِنْ الْحَدِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لَا يَفْتِنُونَكُمْ
