মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৬৫
আন্তর্জাতিক নং: ১৩৮৬০
পবিত্রতা অর্জন
(৭) পরিচ্ছেদঃ কাফিরদের পাত্র পবিত্রকরণ এবং ধৌত করে ব্যবহার করা বৈধ হওয়া প্রসঙ্গে
(৬৫) আনাস ইবন মালিক (রা) বলেন, একজন ইহুদী রাসূলুল্লাহ (ﷺ)কে পুরানো চর্বি দিয়ে যবের রুটি খাওয়ার জন্য দাওয়াত দেন। তিনি তার দাওয়াত গ্রহণ করেন।
كتاب الطهارة
(7) باب في تطهير آنية الكفار وجواز استعمالها بعجد غسلها
(65) عن انس بن مالك رضى الله عنه ان يهوديا دعا رسول الله صلى الله عليه وسلم الى خبز شعير واهالة سنخة (1) فاجابه

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) الحديث سنده جيد ولم اقف عليه في غير الكتاب

[শুধুমাত্র আহমদ। হাদীসটির সনদ নির্ভরযোগ্য।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান