মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
২. ঈমান ও ইসলামের বর্ণনা
হাদীস নং: ৫৩
আন্তর্জাতিক নং: ১৬৯৪৮
ঈমান ও ইসলামের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদঃ যাঁর হাতে কোন কাফির ইসলাম গ্রহণ করেছে তার মর্যাদা
(৫৩) তামীম আদ-দারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের নিকট জানতে চাইলাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আহলে কিতাব (এবং অন্য বর্ণনায় আহলে কুফর) দলভুক্ত কেউ যদি মুসলিম দলভুক্ত কোন ব্যক্তির হাতে ইসলাম গ্রহণ করে তবে এই ব্যক্তির (যার হাতে ইসলাম গ্রহণ করেছে) সুন্নত (মর্যাদা) কি রূপ? রাসূল (ﷺ) বলেন, সেই ব্যক্তি মানুষের মধ্যে সর্বোত্তম তার জীবনে ও মরণে (অর্থাৎ ইহকাল ও পরকালে সে সম্মানিত থাকবে)। (আব্দুর রাযযাক, মুহাদ্দিসদের বক্তব্য হতে হাদীসটি সহীহ বলে প্রতীয়মান হয়)
كتاب الإيمان والإسلام
الفصل الثالث في حكم من أسلم على يده رجل من الكفار
(53) عن تميم الدارى رضى الله عنه قال قلت يا رسول الله ما السنة في الرجل من أهل الكتاب (وفي رواية من أهل الكفر) يسلم على يدى رجل من المسلمين قال هو أولى الناس بمحياه ومماته