মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫১
আন্তর্জাতিক নং: ২৫২১৪
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫১) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে মৃত পশুর চামড়া সম্পর্কে প্রশ্ন করা হয় । তিনি বলেনঃ প্রক্রিয়াজাতকরণই হল চামড়ার পবিত্রকরণ।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(51) وعنها أيضا قالت سئل رسو ل الله صلى الله عليه وسلم عن جلود الميتة فقال دباغها طهورها
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (لك د نس قط) بألفاظ متقاربة وقال الدارقطني اسناده كلهم ثقات وأخرجه أيضا مسلم من حديث بن عباس قال (سألنا رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال دباغه طهوره)
[আবূ দাঊদ, নাসাঈ, মালিক, দারুকুতনী। দারুকুতনী হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন।]
[আবূ দাঊদ, নাসাঈ, মালিক, দারুকুতনী। দারুকুতনী হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন।]