মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫১
আন্তর্জাতিক নং: ১৪৩৬৮
নামাযের অধ্যায়
(৬) নামাযের কিয়াম দীর্ঘ করা এবং রুকু সিজদা বেশী বেশী করার ফযীলত
(৫১) জাবির ইবন্ আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা)-কে জিজ্ঞাসা করা হলো কোন নামায উত্তম? তিনি উত্তরে বলেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নামায পড়া।
كتاب الصلاة
(6) باب في فضل طول القيام وكثرة الركوع والسجود
(51) عن جابر بن عبد الله رضى الله عنهما قال سئل رسول الله صلى الله عليه وسلم أى الصَّلاة أفضل، قال طول القنوت

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (م) وغيره

[মুসলিম ইত্যাদি কর্তৃক বর্ণিত ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান