মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ৪৩
আন্তর্জাতিক নং: ২১০৭
ঈমান ও ইসলামের বর্ণনা
(৭) পরিচ্ছেদঃ দীন ইসলামের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য এবং আল্লাহর প্রিয়তম ও একমাত্র মনোনীত দীন হিসেবে এর মর্যাদা প্রসঙ্গে। এতে কয়েকটি “অনুচ্ছেদ” রয়েছে

প্রথম অনুচ্ছেদঃ দীন ইসলামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব
(৪৩) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নিকট প্রিয়তম দীন কোনটি? তিনি বললেন, “আল-হানাফিয়্যাহ আল-সামহা” অর্থাৎ আল-ইসলাম, (যাকে ‘মিল্লাতে ইবরাহীম’ বলেও আখ্যায়িত করা হয়ে থাকে।) (তিবরানী, বাযযার ও অন্যান্য এবং ইমাম বুখারী আদাবুল মুফরাদ নামক গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الإيمان والإسلام
(7) باب في سماحة ديننا الاسلام والاعتزاز به وأنه أحب الأديان الى الله عز وجل وفيه فصول
الفصل الأول في سماحة الدين الاسلامي والاعتزاز به
(43) عن ابن عباس رضى الله عنهما قال قيل لرسول الله صلى الله عليه وسلم أى الأديان أحب الى الله قال الحنيفية (1) السمحة
tahqiqতাহকীক:তাহকীক চলমান