মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

১. একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা

হাদীস নং: ৪২
আন্তর্জাতিক নং: ২১৩১১
একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
(৪) পরিচ্ছেদঃ একত্ববাদী মু’মিনগণের প্রাপ্য নিয়ামতরাজি ও পুরষ্কার এবং মুশরিকদের জন্য নির্ধারিত ভয়াবহ তিরষ্কার ও শাস্তি প্রসঙ্গে
(৪২) হযরত আবূ যর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) ইরশাদ করেছেনঃ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি ভূ-প্রষ্ঠের সমান গোনাহ কর এবং আমার সাথে কোন কিছু শরীক না কর, তাহলে আমি তোমার জন্য ভূ-পৃষ্ঠের সমান হ্মমা প্রদান করবো।অন্য এক বর্ণনায় (*) ব্যাখ্যা হিসেবে ملء الأرض ‘যমিন বরাবর’ (ভূপ্রষ্ঠের সমান- শব্দটি অতিরিক্ত এসেছে)।
(এহাদীসটি এ গ্রন্থ ছাড়া অন্য কোথাও পাওয়া যায়নি।তবে অনুরূপ বক্তব্য সম্পন্ন হাদীস আনাস বিন মালিক (রা) থেকে তিরমিযী বর্ণনা করেছেন।তিনি বলেন এ হাদীসটি সহীহ, নির্ভরযোগ্য বর্ণনাকারীরা তা গ্রহণ করেছেন, আর যাহাবী তাঁর এ অভিমত সমর্থন করেন।)
كتاب التوحيد
(4) باب فيما جاء في نعيم الموحدين وثوابهم ووعيد المشركين وعقابهم
(42) وعن ابى ذر رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل يا ابن آدم لو عملت قراب (4) الارض خطايا ولم تشرك بى شيئاً جعلت لك قراب الارض مغفرة زاد فى الرواية (5) وقراب الارض ملء الأرض
tahqiqতাহকীক:তাহকীক চলমান