মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪০
আন্তর্জাতিক নং: ২২৬৩৭
পবিত্রতা অর্জন
(১১) পরিচ্ছেদঃ বিড়ালের ঝুটার বিধান প্রসঙ্গে
(৪০) আব্দুল্লাহ ইবন্ আবূ কাতাদাহ তাঁর পিতা আবূ কাতাদাহ (রা) থেকে বর্ণনা করেন যে, তাঁর জন্য ওযূর পানি রাখা হয় । একটি বিড়াল সে পানিতে মুখ দেয়। এরপর তিনি সে পানি দিয়ে ওযূ করতে শুরু করেন। তখন বাড়ির মানুষেরা বলেন, হে আবূ কাতাদাহ! এ পানিতে বিড়াল মুখ দিয়েছে। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছিঃ বিড়াল বাড়ির সদস্যদের অন্তর্ভুক্ত। তারা তোমাদের চারপাশে ঘোরাঘুরিকারী ও ঘুরাঘুরিকারীদের মধ্যে।
كتاب الطهارة
(11) باب فيما جاء في سؤر الهرة
(40) عن عبد الله بن ابي قتادة عن أبيه أنه وضع له وضوءه فولغ فيه السنور (1) فأخذ يتوضأ فقالوا يا أبا قتادة قد ولغ فيه السنور فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول السنور من أهل البيت وانه من الطوافين والطوافات عليكم
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) قال الهيثمي في مجمع الزوائد رواه أحمد وهو في السنن خلا قوله (السنور من أهل البيت) وهو من رواية عبد الله عن أبيه ورجاله ثقات غير أن فيه الحجاج بن ارطأة وهو ثقة مدلس اهـ
[হাইছুমী বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। সুনান গ্রন্থগুলোতেও তা বর্ণিত হয়েছে।].......
[হাইছুমী বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। সুনান গ্রন্থগুলোতেও তা বর্ণিত হয়েছে।].......