মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
২. ঈমান ও ইসলামের বর্ণনা
হাদীস নং: ৩৮
আন্তর্জাতিক নং: ১৫২১০
 ঈমান ও ইসলামের বর্ণনা
(৬) পরিচ্ছেদঃ ঈমানের বৈশিষ্ট্য ও চিহ্নসমূহ প্রসঙ্গে
(৩৮) জাবির বিন আব্দিল্লাহ (রা) থেকেও অনুরূপ হাদীস রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত হয়েছে। তবে এতে أى الاسلام কোন্ ইসলাম,  এর পরিবর্তে أى المسلمين অর্থাৎ 'মুসলিমগণের মধ্যে কোন্ মুসলমান'।
كتاب الإيمان والإسلام
(6) باب في خصال الايمان وآياته
(38) وعن جابر بن عبد الله رضى الله عنهما عن النبى صلى الله عليه وسلم مثله الا أنه قال فيه أى المسلمين بدل قوله أى الاسلام