মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৮
আন্তর্জাতিক নং: ১১৯০৭
নামাযের অধ্যায়
(৪) নামাযের জন্য মসজিদে বসে অপেক্ষা করা এবং মসজিদে গমনের ফযীলত প্রসঙ্গে
(৩৮) আবূ সাঈদ খুদরী (রা)ও নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন ।
كتاب الصلاة
(4) باب فى فضل انتظار الصلاة والسعى الى المساجد
(38) عن أبى سعيد الخدرىِّ رضى الله عنه عن النَّبيِّ صلى الله عليه وسلم مثله

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) لم أقف عليه وأورده الهيثمى فى مجمع الزوائد وعزاه للامام أحمد فقط، وقال فيه على بن زيد ابن جدعان وفى الاحتجاج به اختلاف

[আবদুর রহমান আল বান্না বলেন, হাদীসটি অন্য কোনো গ্রন্থে দেখি নি। হাইসুমী হাদীসটি সম্পর্কে বলেছেন, ইমাম আহমদ সংকলন করেছেন এবং এর রাবী দুর্বল ।......
tahqiqতাহকীক:তাহকীক চলমান