মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৪. ইলমের অধ্যায়

হাদীস নং: ৩৮
আন্তর্জাতিক নং: ১০৪৭৬
ইলমের অধ্যায়
(৬) পরিচ্ছেদঃ ইলম শিক্ষার পর তা গোপন করা, কিংবা তদানুসারে আমল না করা অথবা গায়রুল্লাহর উদ্দেশ্যে ইলম হাসিল করার পরিণতি প্রসঙ্গে
(৩৮) তাঁর [আবূ হুরায়রা (রা)] থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, যে ইলম দ্বারা কোন উপকার সাধিত হয় না, সেই ইলমের উদাহরণ হচ্ছে সেই খনির ন্যায়, যা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় না।
كتاب العلم
(6) باب في وعيد من تعلم علما فكتمه أو لم يعمل به او تعلم لغير الله
(38) وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم إن سئل علما لا ينفع كمثل كنز لا ينفق فى سبيل الله عز وجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান