মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৬
আন্তর্জাতিক নং: ৭৮০১ -
নামাযের অধ্যায়
(৪) নামাযের জন্য মসজিদে বসে অপেক্ষা করা এবং মসজিদে গমনের ফযীলত প্রসঙ্গে
(৩৬) তাঁর থেকে আরও বর্ণিত, তিনি রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন। রাসূল (ﷺ) বলেন, নামাযের জন্য গমনকারীর প্রত্যেক পদক্ষেপের জন্য একটি সওয়াব লিখা হয়। এবং একটি গুনাহ ক্ষমা করা হয়।
(অপর এক সূত্রে বর্ণিত আছে।) রাসূল (ﷺ) বলেছেন, যখন থেকে তোমাদের কেউ তার বাড়ি থেকে তার মসজিদের দিকে অগ্রসর হয় তখন থেকে তার এক পদক্ষেপের জন্য একটা সওয়াব লিখা হয়। আর অপর পদক্ষেপের জন্য একটা গুনাহ মাফ করে দেয়া হয়।
كتاب الصلاة
(4) باب فى فضل انتظار الصلاة والسعى الى المساجد
(36) وعنه عن رسول الله صلى الله عليه وسلم قال كلُّ خطوةٍ يخطوها إلى الصَّلاة يكتب له بها حسنةٌ ويمحى بها عنه سيئةٌ
(ومن طريقٍ ثانٍ) أنَّ رسول الله صلى الله عليه وسلم قال من حين يخرج أحدكم من بيته إلى مسجده فرجل تكتب حسنة والأخرى تمحوا سِّيئةً
tahqiqতাহকীক:তাহকীক চলমান