মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
২. ঈমান ও ইসলামের বর্ণনা
হাদীস নং: ৩৪
আন্তর্জাতিক নং: ১৫৬৯৬
(৬) পরিচ্ছেদঃ ঈমানের বৈশিষ্ট্য ও চিহ্নসমূহ প্রসঙ্গে
(৩৪) আমের বিন রাবী'আ (রা) থেকে অনুরূপ অর্থ ও বক্তব্য সম্বলিত হাদীস বর্ণিত হয়েছে।
(6) باب في خصال الايمان وآياته
(34) وعن عامر بن ربيعة رضى الله عنه عن النى صلى الله عليه وسلم بمعناه
