মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৩০
আন্তর্জাতিক নং: ১৪৬৬৮
পবিত্রতা অর্জন
(৯) পরিচ্ছেদঃ পানিতে পেশাব করা এবং তা দিয়ে ওযু বা গোসল করার বিধান
(৩০) জাবির ইবন্ আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) স্থির পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। (মুসলিম)
كتاب الطهارة
(9) باب في حكم البول في الماء الدائم وحكم الوضوء أو الاغتسالمنه
(30) عن جابر بن عبد الله رضى الله عنهما قال زجر رسول الله صلى الله عليه وسلم أن يبال في الماء الراكد (1)
tahqiqতাহকীক:তাহকীক চলমান