মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ২৮
আন্তর্জাতিক নং: ১৭৬৩৪
(৫) পরিচ্ছেদঃ ঈমানের শাখা-প্রশাখা ও এর উদাহরণ প্রসঙ্গে
(২৮) নাওয়াস বিন সামআন আল-আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ তাআলা ‘সিরাত-ই-মুস্তাকীম’ -এর একটি উপমা বা উদাহরণ দাঁড় করিয়েছেন (এভাবে); সিরাত এরকম যে, এর দু’পাশে রয়েছে দু’টি গুহা; গুহা দু’টির রয়েছে অনেক উন্মুক্ত দরজা; দরজাসমূহে রয়েছে ঝুলন্ত পর্দা, সিরাতের (প্রধান) ফটকে আছেন একজন আহ্বানকারী, যিনি (সর্বদা) আহ্বান করে যাচ্ছেন- হে মানবকুল! তোমার সবাই সিরাতে প্রবেশ কর আর মুখ ফিরিয়ে নিও না।অন্য একজন আহ্বানকারী আছে সিরাতের অভ্যন্তরে, সেও আহ্বান করে যাচ্ছে।
যখন কোন লোক ঐসব দরজা খোলার ইচ্ছা করে তখন (আহ্বানকারী) বলেঃ ধ্বংস হও, দরজা খোলো না, খুললে তাতে তুমি ঢুকে যাবে।
(উপমাতে ব্যবহৃত) ‘সিরাত’ হচ্ছে আল-আসলাম’।গুহা দু‘টি হচ্ছে আল্লাহর হুদূদ বা সীমারেখা।উন্মুক্ত দরজাসমূহ হচ্ছে মাহারিমুল্লাহ বা আল্লাহর হারামকৃত বিষয়সমূহ।সিরাতের শীর্ষে অবস্থানরত দা‘য়ী হচ্ছে আল্লাহ প্রদত্ত ওয়ায়িজ বা নসীহতকারী, যা প্রত্যেক মুসলিমের অন্তরে বিদ্যমান।
(তাঁর (নাওয়াস) থেকেই অন্য বর্ণনায় আছে) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা সিরাত-ই-মুস্তাকীম’ এর একটি উপমা দাঁড় করিয়েছেন, সিরাতের দুই কিনারে রয়েছে দু’টি গুহা; গুহা দু’টিতে রয়েছে অনেক মুক্ত দরজা।আর দরজার উপর রয়েছে পর্দা এবং একজন দা‘য়ী সিরাতের শীর্ষে থেকে আহ্বান করছেন আর একজন দা‘য়ী এর উপর থেকে আহ্বান করছেন এবং আল্লাহ শান্তির আলয়ের দিকে আহ্বান করেন এবং যাকে চান সিরাত-ই-মুস্তাকীমের দিকে পথ নির্দেশ করেন।
অতএব, সিরাতের দুই কিনারে অবস্থিত দরজাসমূহ হচ্ছে আল্লাহর হুদূদ বা সীমারেখা।এই সীমারেখায় কেউ ততহ্মণ পর্যন্ত প্রবেশ করতে পারে না, যতহ্মণ না আল্লাহর পর্দা খুলে যাবে।আর যে দা‘য়ী উপর থেকে আহ্বান করছে, সেটি হচ্ছে আল্লাহর (পহ্ম থেকে) ওয়ায়িজ বা নসীহতকারী।
(আহমদ আব্দুর রহমান আল-বান্না বলেন, এ হাদীসের সনদ উত্তম, এতদুভয় হাদীস থেকে তিরমিযী দ্বিতীয় হাদীসটি বর্ণনা করেছেন।)
(5) باب شعب الايمان ومثله
(28) وعن النواس (3) بن سمعان الأنصاري رضي الله عنه عن
رسول الله صلى الله عليه وسلم قال ضرب الله مثلا صراطا مستقيما وعلى جنبتى (1) الصراط سوران فيهما أبواب مفتحة وعلى الأبواب ستور مرخاة وعلى باب الصراط داع يقول يأيها الناس أدخلوا الصراط جميعا ولا تنفرجوا وداع يدعو من جوف الصراط فاذا أراد يفتح شيئا من تلك الأبواب قال ويحك (2) لا تفتحه فانك ان تفتحه تلجه (3) والصراط الاسلام (4) والسوران حدود الله تعالى والأبواب المفتحة محارم الله تعالى وذلك الداعي على رأس الصراط كتاب الله عز وجل (5) والداعي فوق الصراط واعظ الله في قلب كل مسلم (6)
(وعنه في أخرى) (7) قال قال لي رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل ضرب مثلا صراطا مستقيما على كنفي (8) الصراط سوران فيهما أبواب مفتحة وعلى الأباب ستور وداعي يدعو على رأس الصراط وداع يدعو من فوقه والله يدعو الى دار السلام ويهدي من يشاء الى صراط مستقيم فالأبواب التي على
كنفي الصراط حدود الله لا يقع أحد في حدود الله حتي يكشف ستر الله والذي يدعو من فوقه واعظ الله عز وجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৮ | মুসলিম বাংলা