মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৪. ইলমের অধ্যায়

হাদীস নং: ২৮
আন্তর্জাতিক নং: ২১৫৮৭
ইলমের অধ্যায়
অনুচ্ছেদঃ আরবী ভাষা ছাড়া অন্য ভাষা শেখা প্রসঙ্গে
(২৮) যায়েদ ইবন্ ছাবিত (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) (একদা) আমাকে বললেন, তুমি কি সুরইয়ানী ভাষা জান? আমার কাছে (ঐ ভাষায়) পত্রাদি এসে থাকে । আমি বললাম, জ্বি না (জানি না)। তিনি বললেন, তাহলে শিখে ফেল । এরপর আমি সতের দিনে ঐ ভাষা শিখে ফেলি।
كتاب العلم
فصل فيما جاء فى تعلم لغة غير العرب
(28) عن زيد بن ثابت رضى الله عنه قال قال لى رسول الله صلى الله عليه وسلم
-[فيما جاء فى ذم كثرة السؤال فى العلم لغير حاجة]-
تحسن السريانية؟ إنها تأتينى كتب , قال قلت لا , قال فتعلمها , فاعلمتها فى سبعة عشر يوما
tahqiqতাহকীক:তাহকীক চলমান