মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৫. কুরআন সুন্নাহ্‌কে আকড়ে ধরা

হাদীস নং: ২৫
আন্তর্জাতিক নং: ২২৮৭৮
কুরআন সুন্নাহ্‌কে আকড়ে ধরা
(৪) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণীঃ “তোমরা পূর্ববর্তী জাতিগণের সুন্নত অনুসরণ করবে”
(২৫) সাহল ইবন্ সা'দ আল-আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি (রাসূল) বলেছেন, যাঁর হাতে আমার জীবন তাঁর শপথ! তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিগণের সুন্নত বা রীতিসমূহ হুবহু অনুসরণ করবে।
كتاب الاعتصام بالكتاب والسنة
(4) باب في قوله صلى الله عليه وآله وسلم لتتبعن سنن الذين من قبلكم
(25) عن سهل بن سعد الأنصاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لتركبن (1) سنن من كان قبلكم مثلا بمثل.
tahqiqতাহকীক:তাহকীক চলমান