মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪
আন্তর্জাতিক নং: ১৪৬৬২
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ সাধারণভাবে নামাযের ফযীলত সম্বন্ধে আগত হাদীসসমূহ
(২৪) তাঁর থেকে আরও বর্ণিত যে, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, জান্নাতের চাবি হলো নামায। আর নামাযের চাবি হলো পবিত্রতা।
كتاب الصلاة
(3) باب ما جاء فى فضل الصلاة مطلقًا
(24) وعنه أيضًا قال قال رسول الله صلَّى الله عليه وآله وسلَّم مفتاح الجنَّة
الصَّلاة، ومفتاح الصَّلاة الطُّهور
tahqiqতাহকীক:তাহকীক চলমান