আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭২- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ

হাদীস নং: ৬৩৭২
আন্তর্জাতিক নং: ৬৮৩৩
- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ
২৮৫১. অবিবাহিত যুবক-যুবতী উভয়কে বেত্রাঘাত করা হবে এবং নির্বাসিত করা হবে।
৬৩৭২। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ঐ ব্যক্তি সম্বন্ধে যে যিনা করেছে অথচ সে অবিবাহিত শরীআতবিধিত শাস্তি প্রয়োগসহ এক বছরের জন্য নির্বাসনের ফায়সালা করেছেন।
كتاب المحاربين من اهل الكفر والردة
باب الْبِكْرَانِ يُجْلَدَانِ وَيُنْفَيَانِ
6833 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصَنْ بِنَفْيِ عَامٍ، بِإِقَامَةِ الحَدِّ عَلَيْهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)