মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

১. একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা

হাদীস নং: ১৬
আন্তর্জাতিক নং: ২১২১৯
একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
(৩) পরিচ্ছেদঃ আল্লাহর গুণাবলী এবং সর্বপ্রকার ক্রটি থেকে তাঁর উর্ধ্বে থাকা প্রসঙ্গে
(১৬) আবুল আলিয়া থেকে বর্ণিত, তিনি উবাই ইবন্ কা‘ব (রা) থেকে বর্ণনা করেন, একদা মুশরিকরা আল্লাহর রাসূল (ﷺ)-কে বললো, হে মুহাম্মাদ, আপনি আমাদের কাছে আপনার প্রভুর বংশ পরিচয় বর্ণনা করুন।তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা (এই আয়াত) অবতীর্ণ করেনঃ বলুন, আল্লাহ এক ও একক।আল্লাহ অমুখাপেহ্মী।তিনি জন্ম দেন না এবং জন্ম গ্রহণও করেননি।এবং তাঁর সমকহ্ম কেউ নেই। (তিরমিযী, ইবন্ জারীর ও ইবন্ আবী হাতিম)
كتاب التوحيد
(3) باب في صفاته عز وجل وتنزيهه عن كل نقص
(16) عن أبي العالية عن أبي بن كعب رضي الله عنه أن المشركين
قالوا للنبي صلي الله عليه وسلم يا محمد انسب لنا ربك فأنزل الله تبارك وتعالي (قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد)
tahqiqতাহকীক:তাহকীক চলমান