মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১০
আন্তর্জাতিক নং: ২৪৯৯১
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদঃ স্বামী-স্ত্রী একত্রে একই পাত্রের পানিতে গোসল করলে পানির পবিত্রতা নষ্ট হয় না
(১০) উরওয়া ইবন যুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা (রা) তাঁকে বলেছেন যে, তিনি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্র থেকে গোসল করতেন। (কখনো) রাসূলুল্লাহ (ﷺ) তাঁর আগে আঁজলা ভরে পাত্র থেকে পানি নিতেন। আবার কখনো তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর আগে আঁজলা ভরে পাত্র থেকে পানি নিতেন। অন্য বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর আগেই শুরু করতেন।
كتاب الطهارة
(3) باب في أن غسل الرجل مع زوجته من إناء واحد لا يسبب طهورية الماء
(10) عن عروة عن عائشة رضي الله عنها حدثته أنها كانت تغتسل هي ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد يغرف قبلها وتغرف (2) قبله (وفي لفظ) كان يبدأ قبلها.
tahqiqতাহকীক:তাহকীক চলমান