মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
২. ঈমান ও ইসলামের বর্ণনা
হাদীস নং: ৯
আন্তর্জাতিক নং: ১২৩৮১
ঈমান ও ইসলামের বর্ণনা
২. পরিচ্ছেদঃ ঈমান, ইসলাম ও ইহসান প্রসঙ্গে
(৯) আনাস বিন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলতেন, ইসলাম হচ্ছে প্রকাশমান বিষয়, আর ঈমান হচ্ছে অন্তরের বিষয় (অপ্রকাশিত) এরপর তিনি তাঁর হাত দ্বারা বহ্মের দিকে ইশারা করেন তিনবার; এরপর বলেনঃ “তাক্ওয়া এখানে”। (আবূ ইয়ালা ও বাযযার-এর সনদ হাসান)
كتاب الإيمان والإسلام
(2) في بيان الإيمان والإسلام والإحسان
(9) (1) وعن أنس بن مالك- رضي الله عنه- قال: كان رسول الله- صلى الله عليه وآله وسلم- يقول: الإسلام علانية (2) والإيمان في القلب. (3) قال: ثم يشير بيده إلى صدره ثلاث مرات، قال: ثم يقول: التقوى هنها.