মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

১. একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮৩৯
একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
(১)পরিচ্ছেদঃ আল্লাহকে জানা, তাঁর একত্বের ঘোষণা দান ও তাঁর অস্তিত্বের স্বীকৃতি দানের আবশ্যকতা প্রসঙ্গে
(৯) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা)-থেকে বর্ণিত, একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে উদ্দেশ্য করে বলে, “যা কিছু আল্লাহ চান এবং আপনি চান”। এতদশ্রবণে রাসূল (ﷺ) তাকে বলেন, তিনি কি আমাকে এবং আল্লাহকে সমান সমান (বরাবর) করে দিলে? বরং বলবে “যা কিছু একমাত্র আল্লাহ চান”।[আহমাদ আব্দুর রহমান বলেন, আহমদ ছাড়া অন্য কোন গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই।হাদীসটির সনদ ভাল এ হাদীসটি নাসাঈতেও বর্ণিত আছে।সেখানে আছে মহানবী (ﷺ) লোকটির কথা শুনে বললেন, তুমি কি আল্লাহ সাথে আমাকে শরীক করলে?]
كتاب التوحيد
(1) باب في وجوب معرفة الله تعالى وتوحيده والاعتراف بوجوده
(9) (2) وعن ابن عباس رضي الله عنهما أن رجلاً قال للنبي- صلى الله عليه وآله وسلم - ما شاء الله وشئت. فقال له النبي- صلى الله عليه وآله وسلم: أجعلتني والله عِدْلاً (3) بل ما شاء الله وحدَه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান