মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৪. ইলমের অধ্যায়
হাদীস নং: ৯
আন্তর্জাতিক নং: ৭১৯৪
(১) পরিচ্ছেদঃ ইলম ও উলামার ফযীলত বা মর্যাদা প্রসঙ্গে
(৯) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (ﷺ) থেকে পূর্বানুরূপ হাদীস বর্ণনা করেন, তাতে আরও অতিরিক্ত আছে وإنما أنا قاسم ويعطي الله عز وجل অবশ্য আমি হচ্ছি বণ্টনকারী আর (মূল) দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামীন।
(1) باب فضل العلم والعلماء
(9) وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم مثله وزاد وإنما أنا قاسم ويعطي الله عز وجل
