আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭২- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ

হাদীস নং: ৬৩৬০
আন্তর্জাতিক নং: ৬৮১৭
২৮৪২. ব্যভিচারীর জন্য পাথর।
৬৩৬০। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সা’দ ও ইবনে যামআ (রাযিঃ) ঝগড়া করলেন। তখন নবী (ﷺ) বললেনঃ হে আবদ ইবনে যামআ! এ সন্তান তোমারই। সন্তান শয্যাধিপতির। আর হে সাওদা! তুমি তার থেকে পর্দা কর। কুতায়বা (রাহঃ) লাঈস (রাহঃ) থেকে আমাদেরকে এ বাক্যটি অতিরিক্ত বলেছেন যে, ব্যভিচারীর জন্য প্রস্তরাঘাত।
باب لِلْعَاهِرِ الْحَجَرُ
6817 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: اخْتَصَمَ سَعْدٌ وَابْنُ زَمْعَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ» زَادَ لَنَا قُتَيْبَةُ، عَنِ اللَّيْثِ: «وَلِلْعَاهِرِ الحَجَرُ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)