মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮৮৯ -
নামাযের অধ্যায়
(১) পরিচ্ছেদঃ নামায ফরয হওয়া প্রসঙ্গে এবং তা কখন ফরয হয়
(২) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের নবী (ﷺ)-এর উপর পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করা হয়েছিল। তখন তিনি তাঁর প্রভুকে তা কমাবার জন্য অনুরোধ করলে পাঁচ ওয়াক্ত করা হয়।
(অপর এক সূত্রে তাঁর থেকে বর্ণিত আছে) তোমাদের নবী (ﷺ)-কে পঞ্চাশ ওয়াক্ত নামায পড়ার আদেশ করা হয়। অতঃপর বাকি হাদীস পূর্বের মত উল্লেখ করেন।
كتاب الصلاة
(1) باب فى افتراضها ومتى كان
(2) عن ابن عبَّاس رضي الله عنهما قال فرض على نبيِّكم صلى الله عليه وسلم خمسون
صلاة فسأل ربه عزَّ وجلَّ فجعلها خمسًا
(وعنه من طريقٍ آخر) أمر نبيُّكم صلى الله عليه وسلم بخمسين صلاة فذكر الحديث

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) لم أقف عليه ومعناه فى الصحيحين وفى إسناده عبد الله بن عصم وثقه ابن معين وقال ابن حبان يخطئ (قلت) عبد الله بن عصم هو أبو علوان المذكور فى سند الرواية الأولى (٣)

[আব্দুর রহমান আল বান্না বলেন, এ হাদীসটি অন্য কোথাও পাই নি। তবে এ অর্থের হাদীস বুখারী ও মুসলিমে রয়েছে।].......
tahqiqতাহকীক:তাহকীক চলমান