মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩৮১৫
নামাযের অধ্যায়
(১) পরিচ্ছেদঃ নামায ফরয হওয়া প্রসঙ্গে এবং তা কখন ফরয হয়
(১) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক লোক নবী (ﷺ)-এর কাছে আসলেন। তারপর বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তা'আলা আমার উপর কি কি নামায ফরয করেছেন, সে সম্বন্ধে বলুন। তখন মহানবী (ﷺ) বলেন, আল্লাহ তাঁর বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। লোকটি বলল, এর আগে বা পরে কি আমাকে আর কিছু পড়তে হবে? মহানবী (ﷺ) বলেন, আল্লাহ তা'আলা তাঁর বান্দাদের ওপর পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন । একথা তিনবার বলেছেন । লোকটি বলল, আল্লাহ্ শপথ! যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, আমি এতে বাড়াবো না বা এর থেকে কিছু কমাব না। রাবী বলেন, তখন রাসূল (ﷺ) বলেন, সে জান্নাতে প্রবেশ করবে যদি তার কথা সত্য হয়।
كتاب الصلاة
(1) باب فى افتراضها ومتى كان
(1) عن أنس بن مالك رضى الله عنه قال جاء رجلٌ إلى النَّبيِّ صلى الله عليه وسلم فقال يا رسول الله أخبرنى بما افترض الله علىَّ من الصَّلاة، فقال أفترض الله على عباده صلواتٍ خمسًا، قال هل علىَّ قبلهنَّ أو بعدهنَّ؟ قال أفترض الله على عباده صلواتٍ خمسًا قالها ثلاثًا، قال والَّذي بعثك بالحقِّ لا أزيد فيهنَّ شيئًا ولا أنقص منهنَّ شيئًا، قال فقال رسول الله صلى الله عليه وسلم دخل الجنَّة إن صدق

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخرجه) (م. مذ. نس) و (هق. خ) من حديث طلحة بن عبيد الله

[মুসলিম,নাসাঈ, তিরমিযী ও বায়হাকী কর্তৃক বর্ণিত। বুখারী হাদীসটি ত্বালহা ইবন্ উবাইদুল্লাহ হতে বর্ণনা করেছেন।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান