আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬৮
৪৩৩। যারা উপস্থিত হয়েছে তাদের নিয়েই কি ইমাম নামায আদায় করবে এবং বৃষ্টির দিনে কি জুমআর খুতবা দিবে?
৬৩৫। আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহহাব (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে হারিস (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক বৃষ্টির দিনে ইবনে আব্বাস (রাযিঃ) আমাদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। মুয়াযযিন যখন حَىَّ عَلَى الصَّلاَةِ পর্যন্ত পৌছলো, তখন তিনি তাঁকে বললেন, ঘোষণা করে দাও যে, নামায যার যার আবাসে। এ শুনে লোকেরা একে অন্যের দিকে তাকাতে লাগল — যেন তারা বিষয়টিকে অপছন্দ করল। তিনি তাদের লক্ষ্য করে বললেন, মনে হয় তোমরা বিষয়টি অপছন্দ করছ। তবে, আমার চেয়ে যিনি উত্তম ছিলেন অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) তিনিই এরূপ করেছেন। একথা সত্য যে, জুম'আর নামায ওয়াজিব। তবে তোমাদের অসুবিধায় ফেলা আমি পছন্দ করি না।
হাম্মাদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে। তবে এ সূত্রে এরূপ উল্লেখ আছে, আমি তোমাদের গুনাহর অভিযোগে ফেলতে পছন্দ করি না যে, তোমরা হাঁটু পর্যন্ত কাদা মাড়িয়ে আসবে।
হাম্মাদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে। তবে এ সূত্রে এরূপ উল্লেখ আছে, আমি তোমাদের গুনাহর অভিযোগে ফেলতে পছন্দ করি না যে, তোমরা হাঁটু পর্যন্ত কাদা মাড়িয়ে আসবে।
