আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭১- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৬৩৩৩
আন্তর্জাতিক নং: ৬৭৯০
২৮৩৩. আল্লাহর বাণীঃ পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হস্ত কর্তন কর (৫ঃ ৩৮)। কি পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে।
৬৩৩৩। ইসমাঈল ইবনে আবু উয়ায়স (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একটি দীনারের এক চতুর্থাংশ চুরি করায় হাত কাটা হবে।
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا} وَفِي كَمْ يُقْطَعُ.
6790 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي [ص:161] أُوَيْسٍ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَعَمْرَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ»
