আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭১- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৬৩২৬
আন্তর্জাতিক নং: ৬৭৮৩
২৮২৭. চোরের নাম না নিয়ে তার উপর লা’নত করা।
৬৩২৬। উমর ইবনে হাফস ইবনে গিয়াস (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, চোরের উপর আল্লাহর লা’নত নিপতিত হয়; যখন সে একটি ডিম চুরি করে এবং এর জন্য তার হাত কাটা যায়, এবং সে একটি রশি চুরি করে এবং এর জন্য তার হাত কাটা যায়। আ'মাশ (রাহঃ) বলেনঃ ডিম দ্বারা লোহার টুকরা এবং রশি দ্বারা কয়েক দিরহাম মূল্যমানের রশিকে বোঝানো হয়েছে।
باب لَعْنِ السَّارِقِ إِذَا لَمْ يُسَمَّ
6783 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَعَنَ اللَّهُ السَّارِقَ، يَسْرِقُ البَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ، وَيَسْرِقُ الحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ» قَالَ الأَعْمَشُ: «كَانُوا يَرَوْنَ أَنَّهُ بَيْضُ الحَدِيدِ، وَالحَبْلُ كَانُوا يَرَوْنَ أَنَّهُ مِنْهَا مَا يَسْوَى دَرَاهِمَ»
