আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭১- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৬৩২২
আন্তর্জাতিক নং: ৬৭৭৯
২৮২৪. বেত্রাঘাত এবং জুতা মারার বর্ণনা।
৬৩২২। মক্কী ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সাঈব ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যমানায় ও আবু বকর (রাযিঃ) এর খিলাফতকালে এবং উমর (রাযিঃ) এর খিলাফতের প্রথমদিকে আমাদের কাছে যখন কোন মদ্যপায়ীকে আনা হত, তখন আমরা তাকে হাত দিয়ে, জুতা দিয়ে এবং আমাদের চাদর দিয়ে প্রহার করতাম। এমনিভাবে যখন উমর (রাযিঃ) এর খিলাফতের শেষ সময় হল তখন তিনি মদ্যপায়ীকে চল্লিশটি করে বেত্রাঘাত করেছেন। আর এ সব মদ্যপ যখন সীমালংঘন করেছে এবং অনাচার করা শুরু করে দিয়েছে, তখন আশিটি করে বেত্রাঘাত করেছেন।
باب الضَّرْبِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ
6779 - حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الجُعَيْدِ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ: كُنَّا نُؤْتَى بِالشَّارِبِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِمْرَةِ أَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ خِلاَفَةِ عُمَرَ، فَنَقُومُ إِلَيْهِ بِأَيْدِينَا وَنِعَالِنَا وَأَرْدِيَتِنَا، حَتَّى كَانَ آخِرُ إِمْرَةِ عُمَرَ، فَجَلَدَ أَرْبَعِينَ، حَتَّى إِذَا عَتَوْا وَفَسَقُوا جَلَدَ ثَمَانِينَ "


বর্ণনাকারী: