আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭১- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৬৩১৯
আন্তর্জাতিক নং: ৬৭৭৬
২৮২৪. বেত্রাঘাত এবং জুতা মারার বর্ণনা।
৬৩১৯। মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) শরাব পান করার শাস্তি স্বরূপ বেত্রাঘাত করেছেন এবং জুতা মেরেছেন। আর আবু বকর (রাযিঃ) চল্লিশটি বেত্রাঘাত করেছেন।
باب الضَّرْبِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ
6776 - حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ: «جَلَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ»
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন