আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭০- উত্তরাধিকার সংক্রান্ত
হাদীস নং: ৬৩০৪
আন্তর্জাতিক নং: ৬৭৬০
২৮১২. নারীগণ ওয়ালার উত্তরাধিকারী হতে পারে।
৬৩০৪। ইবনে সালাম (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ওয়ালা হল ঐ ব্যক্তির জন্য, যে রৌপ্য (মূল্য) প্রদান করে। আর সে নিআমতের অধিকারী হয়।
باب مَا يَرِثُ النِّسَاءُ مِنَ الْوَلاَءِ
6760 - حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الوَلاَءُ لِمَنْ أَعْطَى الوَرِقَ، وَوَلِيَ النِّعْمَةَ»
