আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭০- উত্তরাধিকার সংক্রান্ত
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭৪৫
২৮০৪. (কোন মেয়েলোকের) দু’জন চাচাতো ভাই, তন্মধ্যে যদি একজন মা শরীক ভাই আর অপরজন স্বামী হয়। এক্ষেত্রে আলী (রাযিঃ) বলেন, স্বামীর জন্য অংশ হচ্ছে অর্ধেক আর মা শরীক ভাইয়ের অংশ এক ষষ্ঠাংশ। এরপর অবশিষ্টাংশ দুয়ের মাঝে আধাআধি হারে দিতে হবে।
৬২৮৯। মাহমুদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি মু'মিনদের নিকট তাদের প্রাণের চেয়েও অধিক প্রিয়। যে ব্যক্তি ধন-সম্পদ রেখে মারা যায়, তার ধন-সম্পদ তার আসাবাগণ লাভ করবে। আর যে ব্যক্তি বোঝা (ঋণ) অথবা সন্তানাদি রেখে মারা যায়, আমিই হব তার অভিভাবক। সুতরাং আমার কাছেই যেন তা চাওয়া হয়।
