আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭০- উত্তরাধিকার সংক্রান্ত
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭৪৩
২৮০২. ভগ্নিগণ ও ভ্রাতৃগণের উত্তরাধিকার।
৬২৮৭। আব্দুল্লাহ ইবনে উসমান (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ ছিলাম। তখন নবী (ﷺ) আমার নিকট তাশরীফ আনলেন। এসে উযুর পানি চাইলেন এবং উযু করলেন। তারপর উযুর বেঁচে যাওয়া পানি থেকে আমার উপর ঢেলে দিলেন। তখন আমি প্রকৃতিস্থ হলাম এবং আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমার ভগ্নিগণ আছে, ঐসময় উত্তরাধিকার বিষয়ক আয়াত নাযিল হয়।
