আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭৪২
২৮০১. কন্যাদের বর্তমানে ভগ্নি আসাবা হিসাবে উত্তরাধিকারিণী হয়।
৬২৮৬। আমর ইবনে আব্বাস (রাহঃ) ......... হুযায়ল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বলেছেন, আমি এতে ঐ ফায়সালাই করব যা নবী (ﷺ) করেছিলেন। অথবা তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ (তা হচ্ছে) কন্যার জন্য সম্পত্তির অর্ধেক আর পৌত্রীর (পুত্র পক্ষের নাতনীদের) জন্য এক ষষ্ঠাংশ। এরপর যা অবশিষ্ট থাকবে তা ভগ্নির জন্য।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন