আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭০- উত্তরাধিকার সংক্রান্ত
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭৪১
২৮০১. কন্যাদের বর্তমানে ভগ্নি আসাবা হিসাবে উত্তরাধিকারিণী হয়।
৬২৮৫। বিশর ইবনে খালিদ (রাহঃ) ......... আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মুআয ইবনে জাবাল (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর যমানায় আমাদের মাঝে এ ফায়সালা দিয়েছিলেন যে, কন্যা পাবে সম্পত্তির অর্ধেক আর ভগ্নির জন্যও অর্ধেক।
এরপর সনদস্থিত রাবী সুলাইমান বলেন, তিনি (আসওয়াদ) আমাদের এ ব্যাপারেও মীমাংসা করেছিলেন। তবে عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ (রাসূলুল্লাহ (ﷺ) এর যমানায়) কথাটি উল্লেখ করেনি।
এরপর সনদস্থিত রাবী সুলাইমান বলেন, তিনি (আসওয়াদ) আমাদের এ ব্যাপারেও মীমাংসা করেছিলেন। তবে عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ (রাসূলুল্লাহ (ﷺ) এর যমানায়) কথাটি উল্লেখ করেনি।
