আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭৩৬
২৭৯৭. কন্যার বর্তমানে পুত্র তরফের নাতনীর উত্তরাধিকার।
৬২৮০। আদম (রাহঃ) ......... হুযায়ল ইবনে শুরাহবীল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আবু মুসা (রাযিঃ) কে কন্যা, পুত্র পক্ষের নাতনী এবং ভগ্নির উত্তরাধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তখন তিনি বললেনঃ কন্যার জন্য অর্ধেক আর ভগ্নির জন্য অর্ধেক। (তিনি বললেন) তোমরা ইবনে মাসউদ (রাযিঃ) এর কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখ, তিনিও হয়ত আমার মত উত্তর দিবেন। সুতরাং ইবনে মাসউদ (রাযিঃ) কে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হল এবং আবু মুসা (রাযিঃ) যা বলেছেন সে সম্পর্কেও তাকে অবহিত করা হল। তিনি বললেনঃ এতে সহমত পোষণ করলে আমি তো গোমরাহ হয়ে যাব, হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকতে পারব না। আমি এ ব্যাপারে তোমাদের মাঝে ঐ ফায়সালাই করব, নবী (ﷺ) যে ফায়সালা প্রদান করেছিলেন। কন্যা পাবে অর্ধাংশ আর নাতনী পাবে ষষ্ঠাংশ। এভাবে দুই তৃতীয়াংশ পূর্ণ হবে। অবশিষ্ট এক তৃতীয়াংশ থাকবে ভগ্নির জন্য। এরপর আমরা আবু মুসা (রাযিঃ)-এর কাছে আসলাম এবং ইবনে মাসউদ (রাযিঃ) যা বললেন, সে সম্পর্কে তাঁকে অবহিত করলাম। তখন তিনি বললেনঃ যতদিন এ অভিজ্ঞ আলিম (জ্ঞানতাপস) তোমাদের মাঝে বিদ্যমান থাকবেন, ততদিন আমার কাছে কিছু জিজ্ঞাসা করো না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন