আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭৩৪
২৭৯৫. কন্যা সন্তানের উত্তরাধিকার।
৬২৭৮। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আসওয়াদ ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুআয ইবনে জাবাল (রাযিঃ) আমাদের নিকট মুআল্লিম ও আমীর হিসাবে ইয়ামানে এলে আমরা তাঁর কাছে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যে লোকটি এক কন্যা ও একটি ভগ্নি রেখে মারা গিয়েছে। তখন তিনি কন্যাটিকে সম্পত্তির অর্ধেক ও বোনকে অর্ধেক প্রদান করলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন