আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং: ৬২৭১
আন্তর্জতিক নং: ৬৭২৭

পরিচ্ছেদঃ ২৭৯২. নবী (ﷺ) এর বাণীঃ আমাদের কোন উত্তরাধিকার হবে না, আর যা কিছু আমরা রেখে যাই তার সবই হবে সাদ্‌কা স্বরূপ।

৬২৭১। ইসমাঈল ইবনে আবান (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আমাদের কোন উত্তরাধিকারী হবে না। আমরা যা কিছু রেখে যাব, সবই হবে সাদ্‌কাস্বরূপ।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন