আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭২৫
২৭৯২. নবী (ﷺ) এর বাণীঃ আমাদের কোন উত্তরাধিকার হবে না, আর যা কিছু আমরা রেখে যাই তার সবই হবে সাদ্‌কা স্বরূপ।
৬২৭০। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, (রাসূলুল্লাহ (ﷺ) এর রেখে যাওয়া সস্পত্তির) উত্তরাধিকারিত্ব চাওয়ার জন্য একদা ফাতিমা ও আব্বাস (রাযিঃ) আবু বকর সিদ্দীক (রাযিঃ) এর কাছে আসলেন। তাঁরা ঐ সময় ফাদাক ভূখণ্ডের এবং খায়বরের অংশ দাবি করছিলেন। তখন আবু বকর সিদ্দীক (রাযিঃ) তাদের উভয়ের প্রতি লক্ষ্য করে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি, তিনি বলেছেনঃ আমাদের কোন উত্তরাধিকারী হবে না, আমরা যা রেখে যাব তা সবই হবে সাদ্‌কা। এ মাল থেকে মুহাম্মাদ (ﷺ) এর পরিবার ভোগ করবেন। আবু বকর (রাযিঃ) বলেন, আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ) কে আমি এতে যেভাবে করতে দেখেছি, তা সেভাবেই বাস্তবায়িত করব।
রাবী বলেন, এরপর থেকে ফাতিমা (রাযিঃ) তাঁকে পরিহার করেছিলেন এবং মৃত্যু পর্যন্ত তার সাথে কথা বলেন নাই।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন