আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭০২
২৭৭৯. গুনাহের কাজের এবং ঐ বস্তুর মান্নত করা, যার উপর অধিকার নেই।
৬২৪৫। আবু আসিম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এক ব্যক্তিকে দেখতে পেলেন, লোকটি একটি রশির অথবা অন্যকিছুর সাহায্যে কা'বা শরীফ তাওয়াফ করছে। তিনি সে রশিটি কেটে ফেললেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন