আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬৬৪
২৭৬৩. কসম করে ভুলবশতঃ যখন কসম ভঙ্গ করে।
এবং আল্লাহর বাণীঃ এ ব্যাপারে তোমরা কোন ভুল করলে তোমাদের কোন অপরাধ নেই (৩৩ঃ ৫)।
এবং আল্লাহর বাণীঃ আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না (১৮ঃ ৭৩)।
৬২০৯। খাল্লাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, –আর আবু হুরায়রা (রাযিঃ) অত্র হাদীস মারফূ’ হিসাবে বর্ণনা করেছেন– তিনি বলেনঃ (নবী ﷺ বলেছেনঃ) নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের সে সমস্ত ওয়াসওয়াসা মাফ করে দিয়েছেন যা তাদের মনে উদয় হয় বা যেসব কথা মনে মনে বলে থাকে; যতক্ষণ না তা কাজে পরিণত করে বা সে সম্পর্কে কারও কাছে কিছু বলে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন