আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৯- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬৫০
২৭৫৩. লাত, উযযা ও প্রতিমাসমূহের নামে কসম করা যায় না।
৬১৯৫। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কসম করে এবং বলে ফেলে, লাত ও উযযার কসম, তখন সে যেন বলে لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ আর যে ব্যক্তি তার সঙ্গীকে বলে ″এস জুয়া খেলি″, তখন এর জন্য তার সাদ্কা করা উচিত।
