আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬৪৫
২৭৫১. নবী (ﷺ) এর শপথ কিরূপ ছিল?
৬১৯০। ইসহাক (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, আনসার সম্প্রদায়ের জনৈকা নারী নবী (ﷺ) এর খেদমতে হাযির হল; সঙ্গে ছিল তার সন্তান-সন্তুতি। নবী (ﷺ) বললেনঃ ঐ মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! মানুষের মাঝে তোমরা আমার নিকট সর্বাধিক প্রিয়। তিনি এ কথাটি তিনবার বললেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন