আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬৩৫
২৭৫১. নবী (ﷺ) এর শপথ কিরূপ ছিল?
৬১৮০। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আসলাম, গিফার, মুযায়না এবং জুহায়না বংশ যদি তামীম, আমির ইবনে সা'সাআ, গাতফান ও আসাদ বংশ থেকে উত্তম হয়, তা হলে তোমাদের কেমন মনে হয়? তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাহাবাগণ বললেনঃ হ্যাঁ। তখন তিনি বললেনঃ কসম ঐ মহান সত্তার যার হাতে আমার প্রাণ! নিশ্চয়ই তারা এদের চেয়ে উত্তম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৬১৮০ | মুসলিম বাংলা